মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা, আহত-১৫
- আপডেট সময় : ০৭:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ৭৬
বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। গত রোববার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার ভাটখালী ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা সাহাদাৎ হোসাইন।
হামলায় আহত হয়েছেন, কাজী মহিবুল্লাহ, মো. শাহজালাল, রেদোয়ান হাওলাদার, মুকুল শেখ, মারুফ শেখ, শাওন শেখ, ডালিম শেখ, আকাশ শেখ, ফয়সাল শেখ, আরিফ হাওলাদার ও রমজান শেখ। তাদের রাত ৮টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাহাদাৎ হোসাইন জানান, এদিন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদী ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় ইউনিয়ন ভিত্তিক দোয়া অনুষ্ঠান শেষে ওই হামলার ঘটনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন, নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন পুটিখালী ইউনিয়ন জামায়াতের আমীর মো. নাজির আহমেদ।