সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি‘র অবস্থান কর্মসূচিতে শাহাজাদার নেতৃত্বে ৯ নং ওয়ার্ড বিএনপির যোগদান
- আপডেট সময় : ০৯:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / ৯৪
ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার দাবিতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে এডঃ শাহাজাদা দেওয়ানের নেতৃত্বে ৯ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের যোগদান।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে সিদ্ধিরগঞ্জের ডাচ বাংলা ব্যাংকের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে থানা বিএনপি। অবস্থান কর্মসূচি পালন শেষে ডাচ বাংলা ব্যাংকের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডঃ মাসুদুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, শাহজাহান, আনিছ, আব্দুল কাদির, লোকমান হোসেন, নাজির, ইউসুফ ও মোক্তার প্রমূখ।