মতলব উত্তরে ইউএনও’র সাথে বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ
- আপডেট সময় : ০৬:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / ৭১
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহ্বান জানিয়েছেন ছেংগারচর পৌর বিএনপির নেতৃবৃন্দ।
মতলব উত্তর উপজেলার আইন-শৃঙ্খলা বজায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেন তারা।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান বিএনপি নেতারা।
সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ও চাঁদপুর-২ আসনের কর্ণদার চাদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তর উপজেলায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে মতলব উত্তর উপজেলা বিএনপি কাজ করে যাচ্ছে। সেইসাথে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনও যেন এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন সেই আহ্বান করছি।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, পৌর বিএনপি নেতা মোসলেম বেপারী, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন, পৌর বিএনপি নেতা শাহআলম সরকার, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, পৌর বিএনপি নেতা বাপ্পী সরকার, পৌর বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, বিএনপি নেতা হান্নান লস্কর, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবুল আলম রাজিব, যুবদল নেতা মো. দলু, পৌর কৃষক দল সভাপতি জাকির হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন, কৃষক দল সহ-সভাপতি শোহরাফ আহমেদ, যুবদল নেতা সাইফুল মোল্লা, সাইফুল বেপারী, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রিদয় মিয়াজী, ছাত্রদল নেতা মো. রজ্জব আলী প্রমুখ।