মতলব উত্তরে মন্দির পাহারায় সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ
- আপডেট সময় : ০৮:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ৬৭
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর মন্দির বা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদারে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত নুরুল হুদার ছেলে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদা নির্দেশক্রমে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।
সোমবার (১২ আগস্ট) সকালে উপজেলার মন্দিরগুলো পরিদর্শন করেন দলটির নেতাকর্মীরা। এসময় তারা মন্দিরের পুরোহিত ও হিন্দু ধর্মাবলীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন, তারা যেন কোনরকম সন্ত্রাসী হামলার শিকার না হয়। শুধু তাই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যালঘুদের নিরাপত্তায় অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালনের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মানিক ফরাজী, পৌর যুবদল নেতা মো. হোসেন, পৌর কৃষক দল সহ-সভাপতি সোহরাফ আহমেদ, আল আমিন প্রমুখ।