আত্মগোপনে নেত্রকোনা আ.লীগের শীর্ষ পর্যায়ের নেতারা
- আপডেট সময় : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ৯৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের পর থেকে আত্মগোপনে চলে গেছেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী।
সরেজমিনে জেলা শহরসহ কয়েকটি উপজেলা ঘুরে দেখাগেছে, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের প্রধান ফটক বন্ধ করে অফিসিয়াল কার্যক্রম চলমান থাকলেও কোন জনপ্রতিনিধিদের দেখা পাওয়া যায়নি। এছাড়া কর্মকর্তা-কর্মচারীর সংখ্যাও কম।
নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, আত্মগোপনে যাওয়া এসব নেতাদের মধ্যে রয়েছেন- সাবেক ও বর্তমান সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় শীর্ষ পদধারী নেতারা। গোপনে দেশ ছেড়েছেন অনেকে। কেউ কেউ আবার দেশ ত্যাগের চেষ্টাও করছেন। এদিকে সারাদেশে দলীয় নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছেন বিরোধীরা। হামলা-মামলার ভয়ে আত্মীয়-স্বজনের কাছে আশ্রয় নিয়েছেন অনেকে।
এ ছাড়া শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুর রহমান লিটন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, মাসুদ খান জনিসহ শহরের নেতৃস্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দায়িত্বশীল কাউকেই শহরে দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বললে তারা বলেন, ‘দলীয় প্রধান, বড় পর্যায়ের নেতা, মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। আমদের মতো ছোট পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা এখন কোথায় যাবো? সুসময়ে যাদের পাহারা দিয়েছি, পাশে থেকেছি। দলকে সংকটের মুখে ফেলে রেখে দলীয় প্রধানের এভাবে দেশ ছেড়ে পলায়ন, এতদিন যাদের ছত্র ছায়ায় ছিলাম- তারাই এখন নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত, তাদের জন্যই আমাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিরোধী পক্ষের লোকজনেরা। আমরা সাধারণ নেতাকর্মীরা আছি মহা বিপদে, সবসময়ই আতঙ্কে দিন কাটাতে হচ্ছে আমাদের। রাজনীতি নামটি এখন আমাদের কাছে ঘৃণা লাগছে।’