গরীব অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর শীতবস্ত্র উপহার তুলে দিলেন কদ্দুস মন্ডল
- আপডেট সময় : ০৯:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ৬৬
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২১ডিসেম্বর) সকালে মঠবাড়ী ইউনিয়ন পরিষদের হলরুম ৫ শতাধিক শীতার্ত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কদ্দুস মন্ডল।এসময় চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলার অংশ হিসেবে মঠবাড়ী ইউনিয়ন উপহার দিতে বঙ্গকন্যা মানবতার ফেরিওয়ালা,গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। শীতে মানুষ যাতে কষ্ট না পায় সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। শীতার্থ মানুষের কষ্ট লাঘবে আওয়ামীলীগ সরকার আপনাদের পাশে রয়েছে। তিনি আরও বলেন, আমার মঠবাড়ী ইউনিয়নের একজন মানুষও যাতে শীতে কষ্ট না পায়, কেউ যেন শীতে মৃত্যুবরণ না করে, সে জন্য সরকারী বরাদ্ধের পাশাপাশি ব্যক্তিগত ভাবেও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এই বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।