তারাকান্দায় যুবদলের আনন্দ মিছিল
- আপডেট সময় : ০৯:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ১৫৩
নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে তারাকান্দা উপজেলা যুবদল। সোমবার (১৫ জুলাই) বিকেলে এ আনন্দ মিছিলটি করেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল সালাম তালুকদার ও তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাসেল মন্ডল জানান, আমরা শান্তি পূর্ণ আনন্দ মিছিলে পুলিশের বাধা প্রদান কে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম মন্ডল, আমিনুল ইসলাম, রুবেল আকন্দ, আজাহারুল ইসলাম মন্ডল, জুয়েল মন্ডল, নয়ন মিয়া, মঞ্জুরুল হক, নজরুল ইসলাম প্রমূখ।
মিছিল শেষে নেতৃত্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। মিছিলে যুবদলের নেতা রুবেল আকন্দের নেতৃত্বে একটি পৃথক মিছিল সংক্ষিপ্ত সমাবেশে যোগদেন।