সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১৮৯
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকাস্থ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বিএসসি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, সাধারন সম্পাদক হাজী মো. ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. সিহাবউদ্দিন রিপন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, মহানগর যুব মহিলা লীগ নেত্রী চম্পা ভূইয়া, স্বর্নালী আক্তার প্রমূখসহ থানা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অতি দ্রুত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের দিক নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গুলো গঠন করাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও থানা আওয়ামী লীগের পাশাপাশি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে তৃনমূলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের আশ^াস দেন বক্তারা।