সুনামগঞ্জে বন্যা কবলিতদের মধ্যে পূবালী ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৬:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ৩৭৪
সুনামগঞ্জের দেখার হাওরপাড়ের বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামাগ্রী বিতরণ করেছে পূবালী ব্যাংক পিএলসি। শনিবার (১৩ জুলাই) সকালে সাড়ে ১১ টায় দেখার হাওরপাড়ের সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ও গোয়া ছড়া গ্রামের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামের ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, লবন, ভোজ্য তেল, পিয়াজ, আলু বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন পূবালী ব্যাংকর সিলেট পূর্বাঞ্চল ও প্রিন্সিপাল অফিসের প্রধান চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান, বুয়েটের শিক্ষক সৈয়দ জামাল হোসেন, পূবালী ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চলের প্রধান মোহাম্মদ মোশাহিদ উল্লাহ, পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার প্রধান ও সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ মাহমুদুন নবী, পূবালী ব্যাংক সুনামগঞ্জের শাখা অপারেশন ম্যানেজার অতুল মৈত্র প্রমুখ।
ত্রাণ নিতে জমিলা খাতুন বলেন, এই খাদ্য পাওয়ায় আমার অনেক উপকার হবে। চারিদিকে পানি থাকায় ঈদের পর থেকে আমার স্বামীর কোনও কাজ নেই। আমি এই খাদ্য সামগ্রি পাওয়ায় অনেক খুশি।