নিখোঁজের একদিন পর ইট ভাটার পরিত্যক্ত ঘর থেকে শিশুর লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৮:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / ১২৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের একদিন পর ইট ভাটার পরিত্যক্ত ঘর থেকে তামিম (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ জুন) সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকার ইট ভাটার একটি পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু তামিম ময়মনসিংহের হালুয়া ঘাট উপজেলার রামনগর এলাকার তায়েব আলীর ছেলে। তারা রূপগঞ্জের সাওঘাট এলাকার আলেক ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জাহিদুল ইসলাম বলেন, শনিবার দুপুরে শিশুটি খেলতে বেরিয়ে আর বাসায় ফেরেনি। তাকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। আশেপাশের সকল জায়গায় খোঁজ করতে গিয়ে রোববার সকালে একপর্যায়ে ইট ভাটার পরিত্যক্ত ঘরে শিশুটির মরদ দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে শিশুটির গলায় কিছু পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।