০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

ভালুকায় সড়ক পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে থানা পুলিশ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ :
  • আপডেট সময় : ১০:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / ৮০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এবার ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন মল্লিক বাড়ি রোডের মাথায়ও আশেপাশে সড়কগুলোর ময়লা আবর্জনা পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়। ২৫ শে জুন মঙ্গলবার ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এর প্রচেষ্টায় এসব ময়লার স্তুপ অপসারণ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও এলাকাবাসি জানায়, ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন মল্লিক বাড়ি রোডের মাথায় দীর্ঘদিন যাবত মহাসড়কের উপর স্থানীয় কাঁচাবাজার/ফল ব্যবসায়ীরা ময়লা রেখে মহাসড়কের অর্ধেক রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখতো, যে কারণে যানবাহন চলাচল করতে পারেনি। ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের লিঙ্করোডগুলোর উপর এবং সড়ক মোড়ে স্থানীয় বিভিন্ন মহলের ছত্রচ্ছায়ায় অবৈধভাবে ভাসমান দোকান, কাঁচা বাজার বসছে নিয়মিত। ফলে এসব দোকান ও বাজারসহ আশেপাশের বিভিন্ন দোকান ও মার্কেটের ময়লা আবর্জনা ভালুকা মহাসড়কের পাশে ফেলে স্তুপ করা হয়েছে। দীর্ঘদিনেও এসব ময়লা আবর্জনা অপসারণ না করায় সেগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এতে ওই সব সড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এছাড়াও ভাসমান দোকানপাট ও বাজারের কারনে ওই মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। তাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভালুকা মডেল থানা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ এর উদ্যোগে বাসস্ট্যান্ডে এলাকাসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ময়লা আবর্জনা অপসারনের পরিকল্পনা নিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে ভালুকা মডেল থানা পুলিশের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে লিঙ্করোডগুলোসহ আশপাশের সড়ক ও ফুটপাত থেকে ময়লা আবর্জনা অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযান পরিচালনা করা হয়। এতে ভালুকা মডেল থানা পুলিশের সদস্যরা ও পৌরসভার কর্মীরা যৌথভাবে অংশ নিয়ে ময়লা আবর্জনাগুলো ভ্যানযোগে অন্যত্র সরিয়ে নেয়।

এব্যাপারে ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, এখন থেকে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে। ভালুকাকে আবর্জনা ও দুর্গন্ধমুক্ত এবং নির্বিঘ্ন ফুটপাথ প্রতিষ্ঠা করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। একইসঙ্গে উড়ালসেতুর নিচে ও আশপাশে শোভাবর্ধনকারী গাছপালা রোপন করা হবে। একই সাথে ভবিষ্যতে এখানে কেউ যাতে ময়লা রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ভালুকায় সড়ক পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে থানা পুলিশ

আপডেট সময় : ১০:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এবার ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন মল্লিক বাড়ি রোডের মাথায়ও আশেপাশে সড়কগুলোর ময়লা আবর্জনা পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়। ২৫ শে জুন মঙ্গলবার ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এর প্রচেষ্টায় এসব ময়লার স্তুপ অপসারণ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও এলাকাবাসি জানায়, ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন মল্লিক বাড়ি রোডের মাথায় দীর্ঘদিন যাবত মহাসড়কের উপর স্থানীয় কাঁচাবাজার/ফল ব্যবসায়ীরা ময়লা রেখে মহাসড়কের অর্ধেক রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখতো, যে কারণে যানবাহন চলাচল করতে পারেনি। ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের লিঙ্করোডগুলোর উপর এবং সড়ক মোড়ে স্থানীয় বিভিন্ন মহলের ছত্রচ্ছায়ায় অবৈধভাবে ভাসমান দোকান, কাঁচা বাজার বসছে নিয়মিত। ফলে এসব দোকান ও বাজারসহ আশেপাশের বিভিন্ন দোকান ও মার্কেটের ময়লা আবর্জনা ভালুকা মহাসড়কের পাশে ফেলে স্তুপ করা হয়েছে। দীর্ঘদিনেও এসব ময়লা আবর্জনা অপসারণ না করায় সেগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এতে ওই সব সড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এছাড়াও ভাসমান দোকানপাট ও বাজারের কারনে ওই মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। তাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভালুকা মডেল থানা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ এর উদ্যোগে বাসস্ট্যান্ডে এলাকাসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ময়লা আবর্জনা অপসারনের পরিকল্পনা নিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে ভালুকা মডেল থানা পুলিশের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে লিঙ্করোডগুলোসহ আশপাশের সড়ক ও ফুটপাত থেকে ময়লা আবর্জনা অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযান পরিচালনা করা হয়। এতে ভালুকা মডেল থানা পুলিশের সদস্যরা ও পৌরসভার কর্মীরা যৌথভাবে অংশ নিয়ে ময়লা আবর্জনাগুলো ভ্যানযোগে অন্যত্র সরিয়ে নেয়।

এব্যাপারে ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, এখন থেকে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে। ভালুকাকে আবর্জনা ও দুর্গন্ধমুক্ত এবং নির্বিঘ্ন ফুটপাথ প্রতিষ্ঠা করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। একইসঙ্গে উড়ালসেতুর নিচে ও আশপাশে শোভাবর্ধনকারী গাছপালা রোপন করা হবে। একই সাথে ভবিষ্যতে এখানে কেউ যাতে ময়লা রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন