গিয়াসউদ্দিন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
- আপডেট সময় : ১০:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / ৪২৩
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১০ টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার কলেজ প্রাঙ্গনের টিএসসিসিতে এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্ট্রেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্ট্রেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মো. জামাল হোসেন।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুলের সভাপতি আলী আকবর খান, দৈনিক অগ্রবানীর সম্পাদক হারুন অর রশীদ স্বপন, ম্যানেজিং কমিটির সদস্য পল্টু কর্মকার, শিশির ওমর ঘোষ, কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্ট্রেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান বলেন, হয়তোবা এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে ছেলেমেয়েরা ভালো ফলাফল করে নি। কিন্তু পরবর্তীতে এটা তারা তা ভালো করেই কাভার করতে পেরেছে। সুতরাং তোমরা কখনোই হতাশাগ্রস্থ হবে না। ইচ্ছাশক্তিটা এখানে গুরুত্বপূর্ণ বেশি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আসিফ নজরুল বলেন, তোমরা যে পেশাই থাকো না কেনো কোনোটাই পারফেক্ট না। সবসময় মনে হয় এটা না হয়ে ওইটা হলে ভালো হতো। কিন্তু এটা একটা ভুল ধারণা। তুমি যে পেশাতেই থাকো না কেনো, যেখানেই থাকো না কেনো সেখানে সফল হওয়ার স্কোপ আছে। তোমাদের পেশা যেটাই থাকুক না কেনো চিন্তা করতে পারো আমি এটা হতে চেয়েছিলাম, ওইটা হতে চেয়েছিলাম। যদি সিনসেয়ারিটি এবং ডেডিকেশন নিয়ে থাকো তাহলে অবশ্যই ভালো করতে পারবা।