শেখ তন্ময়ের পক্ষে থেকে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৫:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ৬৭
বাগেরহাট সংবাদদাতা:
বাগেরহাটের রামপালে ১০নং বাঁশতলী ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে শেখ শারহান নাসের তন্ময়ের পক্ষে থেকে এসএসসি পরীক্ষায় অ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ইসলামাবাদ চন্ডীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (সোহেল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিবুল আলম, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আবু সাঈদ,ভোজপতিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজুল হক টুকু,গিলেতলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল,আবুল কালাম মহা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ ফরহাদ হোসেন,সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়। এরপর বয়স্কদের মাঝে বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়।