১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
চাটখিলে অগ্নিকান্ডে সাত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই
মোজাম্মেল হক :
- আপডেট সময় : ০৬:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ১০৮
চাটখিল উপজেলার সাহাপুর বাজারে শনিবার (৭ জুন) দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় মনির সু-স্টোর, শর্মা ফার্মেসী, নোয়াখালী ফার্নিচার, বনিক ক্রোকারিজ, দীপক বনিক স্টোর, অঙ্কিতা জুয়েলার্স ও হারাধনের পান দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে চাটখিল ফায়ার স্টেশনের ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চাটখিল ফায়ার সার্ভিস স্টেশন লিডার আবুল কালাম জানান, অগ্নিকান্ডের সময় বাজারে বিদ্যুৎ ছিল না। তখন বৈদ্যুতিক জেনারেটর চালু ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।