কোরবানির পশু পরিবহনে বাধা দিলে নিকটস্থ থানা অথবা ৯৯৯ এ ফোন দিন: আইজিপি
- আপডেট সময় : ০৬:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
- / ৭৯
কোরবানির পশু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এসব পশু পরিবহনে কেউ বাধা দিলে নিকটস্থ থানা অথবা ৯৯৯-এ ফোন করতে পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার,৩ জুন পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা, সড়ক, রেলপথ ও নৌপথের নিরাপত্তা এবং জনগণের নিরাপদ যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় আইজিপি এ নির্দেশ দেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ঈদ সামনে রেখে সড়ক-মহাসড়কে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ির চলাচল বন্ধ থাকবে। ঈদে ঘরমুখো মানুষের ভ্রমণ স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
সড়ক অথবা নৌপথে কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে পশুবাহী গাড়ির সামনে গন্তব্যস্থান উল্লেখ করে ব্যানার লাগানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান পুলিশ প্রধান।
তিনি পশু ব্যাপারীদের অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। অজ্ঞানপার্টি, মলমপার্টির অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।তিনি দুর্ঘটনা এড়াতে পণ্যবাহী গাড়িতে বা ট্রাকে ভ্রমণ না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
গুরুত্বপূর্ণ ঈদ জামাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, ঈদের ছুটিতে অনেকে বিনোদনকেন্দ্রে বেড়াতে যাবেন। বিনোদনকেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি।
আইজিপি আশা প্রকাশ করে বলেন, সবাই মিলে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা সুন্দর ঈদ উপহার দিতে সক্ষম হবো।
সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো.কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো.মনিরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি এবং ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপার অনলাইনে সংযুক্ত ছিলেন।