চুয়াডাঙ্গায় দুই প্রবাসী‘র পিতার গলাকাটা মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ১২৮
মাহমুদ হাসান রনি :
চুয়াডাঙ্গার একটি স্কুলের পিছন থেকে দুই প্রবাসী ছেলের পিতার গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকালে দিকে চুয়াডাঙ্গার সদর উপজেলার যুগিরহোদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মাঠে কৃষকরা কাজ করতে গিয়ে একটি গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পাশ্ববর্তী সুবদিয়া গ্রামের মরহুম বেছের আলীর ছেলে আ.রাজ্জাক (৪৭)’র গলাকাটা মরদেহ সনাক্ত করে। পুলিশের ধারণা দুর্বৃত্তরা তাকে হাতপা বেধে হত্যা করে পালিয়ে যায়।
নিহতের ভাই জানায়, আব্দুর রাজ্জাক ওরফে রাজা গ্রাম্য কবিরাজ নামে এলাকায় পরিচিত। পাশাপাশি সে কৃষি কাজ করতেন। তার দুই ছেলে মালয়েশিয়া প্রবাসী। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়িতে ফেরেননি।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার অনুসন্ধানে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।