ফিট না হয়ে কাজে ফিরব না অভিনেত্রী সুবাহ
- আপডেট সময় : ০২:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ৯৫
নতুন প্রজন্মের অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। চলচ্চিত্রের কাজ করে এবং ব্যক্তিজীবন নিয়ে চর্চিত হয়ে বিনোদনপ্রেমীদের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি। বেশ কিছুদিন ধরে তিনি কাজে অনিয়মিত রয়েছেন। শরীরের ওজন না কমিয়ে নতুন কাজে ফিরবেন না জানিয়েছেন হুমায়রা সুবাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী দিনগুলোতে সেগুলো নিয়ে প্রচারণায় থাকব। নতুন অনেক ভালো গল্পের কাজের অফার আসছে। কিন্তু সেগুলো বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। শরীরের না কমিয়ে কোনোভাবে কাজ শুরু করব না। মোট কথা ফিট না হয়ে কাজে ফিরছি না।
বর্তমানে কি কি করেছন জানতে চাইলেন হুমায়রা সুবাহ বলেন, এখন দেশের বাইরে আছেন। কয়েকদিন পরে দেশে ফিরবেন। বর্তমানে দেশে অভিনয়, গান এবং নাচের তালিম নিচ্ছি ওস্তাদের কাছ থেকে এছাড়াও চাকরি, পরিবার এবং পড়াশোনা বেশি মনোযোগ দিয়েছি। এর বাইরে কোনো কিছু চিন্তা করছি না।
‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছেন সুবাহ। সিনেমাটি নির্মিত হয়েছে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। এতে চিত্রনায়ক শিপন মিত্রের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ছাড়াও সম্প্রতি সময় বেশ কয়েকটি গান কভার করেছেন যা এরই মধ্যে আলোচনায় এসেছেন। প্রশংসা পেয়েছেন সমালোচকদের কাছ থেকে।