০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী আনিসুল হক
প্রতিদিনের নিউজ :
- আপডেট সময় : ০৬:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- / ১১৯
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বনানীর নিজ বাসায় ফিরেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মন্ত্রী এখন সুস্থ, তবে তার শারীরিক দুর্বলতা রয়েছে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী তিন থেকে চার দিন বিশ্রামে থাকবেন তিনি।
রোগ থেকে মুক্তি পাওয়ায় আইনমন্ত্রী মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। সেইসঙ্গে যারা তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন, রোগমুক্তির জন্য দোয়া করেছেন তাদের সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
আইনমন্ত্রী আনিসুল হক মূত্রনালীর সংক্রমণ (ইউরিনাল ইনফেকশন) ও জ্বর নিয়ে গত ২২ মে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।