মাঠ চষে বেড়াচ্ছেন আনারস মার্কার প্রার্থী ফয়েজ আহমেদ স্বপন
- আপডেট সময় : ১০:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / ১১৮
কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কায় ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ স্বপন।
শুক্রবার দিনব্যাপি কচুয়া উপজেলার কড়ইয়া ইনিয়নের শ্রীরামপুর, মনোহরপুর সহ পৌর বাজারে বিভিন্ন ব্যবসায়ী পথচারী ও ভোটারদের কাছে ভোট চেয়ে পৌরসভার কুটিয়া-লক্ষীপুর গণসংযোগ ও কৌশল বিনিময় করেন। গণসংযোগকালে ভোটারদের কাছে তিনি ভোট চেয়ে আনারস মার্কার লিফলেট ভেটারদের হাতে তুলে দেন। যে এলাকায়ই প্রচারণায় নেমেছেন সেই এলাকার শতশত নেতাকর্মী ও সমর্থকরা তাঁর গণসংযোগে অংশ নেন। প্রচারনা কালে তার ব্যক্তিক্রমী প্রচারনায় পথচারীরা ও তার সমর্থনে আনারস মার্কা ভোট চেয়ে স্লোগান তুলেন। কুটিয়া-লক্ষীপুর বাজারে পথসভায় চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ স্বপন বলেন, আনারস প্রতীক আমার এবং আপনাদের পছন্দের প্রতীক। লটারীতে আমার ভাগ্যে এ প্রতীকটি এসেছে।
গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছি। ১০৯টি কেন্দ্রের মধ্যে ৯২ টিতে আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেছি। তারপরও বিজীয় ছিনিয়ে আনতে পারিনি। ষড়যন্ত্র করে আমাকে হারানো হয়েছে। কচুয়াবাসী আমাকে ভালোবাসে এবারও পুনরায় আনারস প্রতীকে ভোট দিয়ে ভোট বিপ্লবের মাধ্যমে তার প্রতিফলন ঘটাবে। আল্লাহ তায়ালা নেক নেওয়ামতের কারনে এবারও আমার ও আমার সমর্থকদের পছন্দের প্রতীক আনারস মার্কা লটারীতে আমার ভাগ্যে এসেছে, এতে আমি ও আমার সমর্থকরা খুবই খুশি। আল্লাহর ওয়াস্তে আরেক বার আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আমি আপনাদের সকল সুখে দুঃখে পাশে থাকবো। আমাকে একটাবার সুযোগ করে দেন আপনাদের পাশে থাকার ।
এ সময় পথসভায় ছিলেন, ৮নং ওর্য়াড কাউন্সিলর মাসুদ আলম, ৬নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল হোসেন টিটু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, পৌর যুবলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ, জাকির হোসেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন সম্রাট সহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।