সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মৃত্যুতে স্পিকারের শোক
- আপডেট সময় : ০৯:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / ৯২
দ্বাদশ জাতীয় সংসদে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো.আনোয়ারুল আজীমের (আনার) মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার (২২ মে) শোকবার্তায় মো. আনোয়ারুল আজীম আনারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শােকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্পিকার।
মো. আনোয়ারুল আজীম দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৬৮ সালে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণকারী এ সংসদ সদস্যের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপরা।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার।
বুধবার (২২ মে) সকালে কলকাতার বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে। পরে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে নিখোঁজ আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ হত্যাকাণ্ডে আমাদের বাংলাদেশের মানুষ জড়িত।