১০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
চুয়াডাঙ্গায় নঈম,আলমডাঙ্গার মঞ্জিলুর নির্বাচিত
মাহমুদ হাসান রনি :
- আপডেট সময় : ১১:২৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / ৬৪
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. নঈম হাসান জোয়ার্দার ঘোড়া প্রতীকে ৫০ হাজার ৭শ ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৮শ৩৩ ভোট। এছাড়া বর্তমান চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আনারস প্রতীকে পেয়েছেন ১১হাজার ৭শ ০৭ ভোট।
অপরদিকে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে কেএম মঞ্জিলুর রহমান মোটরসাইকেল প্রতিকে ৩২হাজার ৯শ ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মো.জিল্লুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯হাজার ১শ ৪০ ভোট। এছাড়া বর্তমান চেয়ারম্যান দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আইয়ুব হোসেন পেয়েছেন ৫ হাজার ৮শ ২৯ ভোট।