চাটখিল উপজেলা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে অঝোর কাঁদলেন প্রার্থী
- আপডেট সময় : ০৮:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / ৯৮
চাটখিল উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে অঝোর কাঁদলেন চেয়ারম্যান পদে আনারস প্রতিকের প্রার্থী জেড.এম আজাদ খান।
আজ সোমবার বিকেলে নিজ বাড়িতে নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপিত জাহাঙ্গীর কবিরের সমর্থিত দলীয় নেতাকর্মী কর্তৃক তাকে ও তার কর্মী-সমর্থকদের প্রাণ নাশের হুমকি, পোষ্টার ছিঁড়ে ফেলা ও গণসংযোগে বাঁধা সৃষ্টি সহ বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শনের চিত্র তুলে ধরে অঝোর কাঁদলেন।
এ সময় তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল কে চাটখিলের ভোট স্ব-শরীরে এসে প্রত্যক্ষ করার অনুরোধ জানান।
জেড.এম আজাদ খান আরো বলেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহন মূলক ভোটের ঘোষণায় আশ্বস্ত হয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত উপজেলা নির্বাচনে সংসদ সদস্যরা প্রভাব খাটাতে পারবে না ঘোষণা দেওয়ায় তিনি প্রার্থী হয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পর নির্বাচন কমিশন কর্তৃক প্রতিক পাওয়ার পর থেকে তাকে ও তার কর্মী-সমর্থকদের প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি, পোস্টার লাগাতে বাঁধা নিষেধ প্রদান করে আসছে। রাতের আধাঁরে পোস্টার লাগানোর পর সকালে সকল পোস্টার ছিঁড়ে ফেলা হয়। তার কর্মী-সমর্থকদের আওয়ামী দলীয় পদ-পদবী থেকে বঞ্চিত করার ঘোষণা দেওয়া হয়।
আজাদ বলেন, প্রায় ২বছর আগে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন হলেও পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি শুধুমাত্র উপজেলা নির্বাচনে দলীয় সভাপতি জাহাঙ্গীর কবিরের পক্ষে নেতাকর্মীদের কাজ করতে বাধ্য করার জন্য।
আজাদ উপস্থিত সাংবাদিকদের কাছে তার কর্মী-সমর্থকদের উপর বল প্রয়োগের চিত্র তুলে ধরে বলেন, সকালে ভোট। অথচ আমার কোন এজেন্টকে নির্বাচনে দায়িত্ব নিরবিঘ্নে পালন করতে না দেওয়ার কৌশল হিসেবে আমার এজেন্টদের কে তাদের ঘরে ঘুমাতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। কাউকে টাকার প্রলোভন দেখাচ্ছে আবার কাউকে হামলা-মামলার ভয়-ভীতি দেখাচ্ছে। সাধারন ভোটাররা ও দলীয় অনেক নেতাকর্মী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবিররকে দোয়াত কলম প্রতিকে এবার ভোট দিবে না বুঝতে পেরে ভোট কেন্দ্রে ভোটারদের আসতে দিবে না মর্মে সব ধরনের আয়োজন করে রাখা হয়েছে। তবে দিন শেষে জাহাঙ্গীর কবিরের এজেন্টরা জাল ভোট প্রয়োগ করে ভোটের হার বাড়াবে বলে তথ্য রয়েছে আজাদ খানের কাছে। তাই তিনি নির্বাচনে ভোটার উপস্থিতি ও ভোটারদের নিরবিঘ্নে ভোট প্রয়োগের স্বার্থে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল কে চাটখিলের ভোট স্ব-শরীরে এসে প্রত্যক্ষ করার অনুরোধ জানান।