০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
মতলব উত্তরের উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তার ইন্তেকাল
মমিনুল ইসলাম :
- আপডেট সময় : ০৩:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ২৪২
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. বিল্লাল হোসেন (৫৮) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৯ মে) ভোর রাতে তার নিজ বাড়ি মতলব দক্ষিণ উপজেলায় বরদিয়া গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাদ জোহর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুর খবরে মতলব উত্তর উপজেলায় কর্মরত কর্মকর্তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রাণিসম্পদের অফিসের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রানি স্বাস্থ্য) পলাশ কুমার দাস তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।