বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত, রামপালে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৮:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ১১৪
বাগেরহাটের রামপালে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা, মানববন্ধন, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৪ মে) সকাল ১০ টায় জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও রামপাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় রামপাল উপজেলা অডিটোরিয়াম ও রামপাল সরকারি কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করার লক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আকবর আলী’র সভাপতিত্বে ও প্রভাষক মো. গোলাম ইয়াছিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এ আনোয়ার উল-কুদ্দুস, প্রভাষক মো. সাইফুল আলম বকতিয়ার, মানবেশ রায়।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের চারটি দল অংশগ্রহণ করে। পেড়িখালী পি ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় দল বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কৃপাসিন্ধু বিশ্বাস, প্রধান শিক্ষক শঙ্কর কুমার শিকদার, সহ-সুপার শেখ সোলায়মান সাব-ইন্সপেক্টর রিফাজ উদ্দিন প্রমুখ।