নতুন দুই সিনেমা নিয়ে ফিরছেন আফরান নিশো
- আপডেট সময় : ১১:২৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ১২৭
গত বছর ঈদুল আজহায় আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি মুক্তি পায়। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। অনেকের প্রশ্ন ছিল, তবে কী নিজেকে গুটিয়ে নিলেন নিশো? এবার মিলল তারই জবাব। একটি নয়, দুটি সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা।
সম্প্রতি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তিও সেরেছেন নিশো।
বিষয়টি নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়। এই হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাবার আগ্রহও সৃষ্টি করে।
নিশো আরও বলেন, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছে। তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি। আমি আনন্দিত।
তবে চুক্তি সম্পন্ন হলেও নিশোর এই দুই সিনেমার নাম, বাকি অভিনয়শিল্পী, পরিচালনায়কে থাকছেন তা খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, শুটিং ও মুক্তির তারিখসহ বিস্তারিত শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।