ঝিকরগাছায় বিশ্ব মা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৯:৫৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ৬৯
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার পরে আজি অন্তরে মা থাকুক মম ঝরুক স্নেহরাজি এই দু’টি স্লোগানকে সমানে রেখে যশোরের উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে বিশ্ব মা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৪টার অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউএনও’র সহধর্মিণী ও ঝিকরগাছা লেডিস ক্লাবের সভাপতি মাম্পী রানী সিংহ রায়, এসিল্যান্ড’র সহধর্মিণী ও ঝিকরগাছা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক সামিয়া জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহামুদুল হাসান, উপজেলা উপ সহকারী প্রকৌশল অন্তরা সরকার, উপজেলা তথ্য সেবা অফিসার বা তথ্য আপা রোকসানা সুলতানা, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এসআই বখতিয়ার হোসেন সহ আরও অনেকে।