তারাকান্দায় সাজ্জাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেফতার-৩
- আপডেট সময় : ০৭:১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
- / ৯৪
ময়মনসিংহের তারাকান্দা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অফিসার ফোর্স নিয়ে ২ টি সাজা এবং ১ টি জি.আর পরোয়ানাভুক্ত মোট ৩ জন আসামি গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
এছাড়াও তারাকান্দায় মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, সন্ত্রাস চাঁদাবাজ নির্মুলের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা জোড়ধারে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে ওসি ওয়াজেদ আলীর নেতৃত্ব তারাকান্দা থানা পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসাবে ৯মে বৃহস্পতিবার রাত থেকে গত ২৪ ঘন্টায় ২জন সাজাপ্রাপ্ত আসামীসহ মাদক, ছিনতাই, চুরি সহ বিভিন্ন মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বার রাতে নলদিঘি, চান্দপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে তারাকান্দা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলো, তারাকান্দা থানার ,এফআইআর নং-৫, তারিখ-১২ মার্চ, ২০১৬; জি আর নং-৪২, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/ ৩২৪/৩২৬/৩০৭ পেনাল কোড-১৮৬০ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী উপজেলার নলদিঘি এলাকার আবেদ আলীর পুত্র আঃ রাজ্জাক, আঃ কুদ্দুছ, এবং সদর সিআর-১৫১০/২৩ ধারা- এনআইএ্যাক্ট ১৩৮ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী নগুয়া এলাকার আব্দুর রাজ্জাক এর কন্যা মোছাঃ খোদেজা খাতুন (৩৮)।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াজেদ আলী জানান, আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এলাকায় প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, উপজেলাতে অপরাধ নির্মূল করতে এ অভিযান অব্যাহত থাকবে।এব্যাপারে তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।