তারাকান্দায় পুলিশের অভিযানে জিআর মামলার আসামীসহ গ্রেফতার-৮
- আপডেট সময় : ০৯:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / ৯৩
অপরাধ নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে ময়মনসিংহে তারাকান্দা থানা পুলিশের অভিযানে জি-আর, হত্যা ও গণধর্ষণ মামলাসহ বিভিন্ন আইনে অপরাধী ৮ জনকে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ ।
গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদের মাঝে ৭ জন জিআর মামলা ও ১ জন নিয়মিত মামলার আসামী। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াজেদ আলী জানান, আইন শৃংখলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে তারাকান্দা পুলিশ।
নিয়মিত অভিযানের অংশ হিসাবে (৬ মে) সোমবার তারাকান্দা থানার উপজেলার থেকে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদেরকে পৃথক-পৃথক অভিযানে গ্রেফতার করা হয়।
তারা হলেন, উপজেলার দাদরা এলাকার মামলা নং ৪ (৯)২৩ এর জিআর ড/অ আসামী স্থানীয় জহির উদ্দীনের পুত্র শাহজাহান(৪০), দেলোয়ার(৩৫), গোয়াতলা হতে মৃত হোসেন আলীর পুত্র এমদাদুল, উমেদ আলীর পুত্র রহিম, হাসেম আলীর পুত্র আমিন, কালামের পুত্র বাবু, হাটপতা এলাকার তোরাফ আলীর পুত্র উসমান গনি।
এছাড়াও থানার মামলা নং-২(৫)২৪ এর এজাহার ভূক্ত আসামী হেলপার রাহুল সরকার(২১) কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ওয়াজেদ আলী। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ নিয়মে সর্তক্য পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ওসি ওয়াজেদ আলী জানান, তারাকান্দা এলাকাকে অপরাধমুক্ত করে সাধারণ মানুষের বসবাসযোগ্য একটি নিরাপদ এলাকা উপহার দিতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান সফল করতে তথ্য দিয়ে সহযোগীতা করতে তিনি সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান।