কয়রায় রায়হান ফরিদের পক্ষে সুপেয় পানি, খাবার স্যালাইন ও ফল বিতরণ
- আপডেট সময় : ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ২২৩
সারাদেশে চলছে প্রচণ্ড দাবদাহ ও তীব্র গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদ ও গরমের তীব্রতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। এই গরমে একটু স্বস্তি দিতে কয়রা জেলা যুবলীগের উদ্যোগে সুপেয় পানি, খাবার স্যালাইন,ও ফল বিতরণ করা হয়েছে।
কয়রা উপজেলার আমাদী ও বাগালী ইউনিয়নের সীমানা কয়রা সেতুর দক্ষিণ পাশে টোল ঘরের সামনে সকাল ১০ টায় এ সব সামগ্রী বিতরণ করা হয় ।
খুলনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ এর পক্ষ থেকে কয়রা উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক পদ প্রত্যাশী সাবেক উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কপোতাক্ষ কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আয়তুল্লাহ শরীফ এর আয়োজনে রিকশা, ভ্যান, ইজিবাইকচালক ও সাধারণ পথচারীদের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও ফল বিতরণ করা হয়।
এ সময় ভ্যান চালক মো. ইকরাম বলেন, প্রচণ্ড তাপ ও তীব্র গরমের কারণে ঘর থেকে মানুষ বিনা প্রয়োজনে বের হচ্ছে না। কিন্তু পেট তো আর এসব বোঝে না। আমাদী থেকে ২ জন লোক নিয়ে ইসলামপুরের দিকে যাচ্ছিলাম। চাঁদ আলী ব্রিজের টোল ঘরের সামনে গেলে হঠাৎ আমার হাতে পানির বোতল, খাবার স্যালাইন ও তরমুজ তুলে দেয়। তীব্র গরমে এ সব পেয়ে আমি একটু হলেও স্বস্তি পেয়েছি এজন্য জেলা যুবলীগকে ও কয়রা উপজেলা যুবলীগকে ধন্যবাদ জানাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা ইউনুছ আলী বাবু, আশরাফুল ইসলাম লিটন সাবেক ছাত্রলীগ সভাপতি বাগালী ইউনিয়ন, উজ্জল হোসেন সাবেক ছাত্রলীগ সভাপতি আমাদী ইউনিয়ন, মো. আলমগীর হোসেন সাবেক সহ সম্পাদক কয়রা থানা ছাত্রলীগ, স্বাধীন অয়েন রাসেল ছাত্রলীগ নেতা খুলনা মহানগর ৩০ নং ওয়ার্ড, শামসুল হুদা বাগালী ইউনিয়ন ছাত্রলীগ, এছাড়া কয়রা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।