কচুয়ায় ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১
- আপডেট সময় : ০৭:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ১২২
চাঁদপুরের কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৪ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।
কচুয়া থানা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত্রে ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া-কাশিমপুর সড়কের গোলবাহার চৌরাস্তায় ব্রিজের উপরে ব্যাটারি চালিত অটোরিক্সাসহ ১৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এবং একই ঘটনায় ২জন পলাতক রয়েছে।
আটককৃত মাদক কারবারি আলমগীর কচুয়া পৌরসভার মাছিমপুর গ্রামের মৃত হোসেন আহম্মেদের ছেলে। বর্তমানে সে করইশ গ্রামে শ^শুর বাড়িতে বসবাস করেন।
পলাতকরা হলেন- উভয় করইশ গ্রামের সফি উল্লাহর ছেলে ইমান আলী (৩৫), হোসেন মিয়ার ছেলে মোঃ হাবিব (৪০)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কোর্র্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় একটি অটোরিক্সা জব্দ করা হয়েছে। কচুয়াকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।