০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

চাটখিল স্কয়ার হাসপাতালের এমডি কে প্রাণ নাশের হুমকি

চাটখিল প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • / ৮৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাটখিল পৌর শহরের স্কয়ার হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) কে প্রাণ নাশের হুমকি, এবং মিথ্যা ও ভূয়া অভিযোগ দিয়ে সম্মানহানী করার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে এমডি মো. সোহাগ বাদী হয়ে গত বৃহস্পতিবার নোয়াখালীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (৭ নং আমলী) আদালতে মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামের দিলাজের বাড়ির মো. সাইফুল্লাহ (মানিক), মো. সোহাগের কাছ থেকে বিভিন্ন হাসপাতালের মালিক, নাম ও সাইনবোর্ড সর্বস্ব বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার দাবি করে ব্যবসায়ীক উদ্দেশ্যে মুনাফার শর্তে ২০১৬ সাল থেকে পর্যায়ক্রমে ৯ লাখ ২৫ হাজার টাকা নিয়েছিলো। পরবর্তীতে সোহাগ কে কোন মুনাফা না দেওয়ায় সোহাগ বারবার মানিকের কাছে মূলধন ফেরত চায়। মানিক মূলধন দিচ্ছি, দিবো বলে কালক্ষেপন করে।

পরবর্তীতে মানিক গত ১৮ এপ্রিল চাটখিল স্কয়ার হাসপাতালে আসলে সোহাগ তার মূলধনের টাকা মুনাফা সহ ফেরত চাইলে মানিক টাকা নেওয়ার কথা অস্বীকার করে সোহাগ কে প্রকাশ্যে হুমকি ধামকি দিয়ে হাসপাতাল ত্যাগ করে। এরপর থেকে মানিক বিভিন্ন ভাবে সোহাগ কে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে এবং সোহাগের নামে ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ ও গুজব রটাচ্ছে।

চাটখিল স্কোয়ার হাসপাতালের এমডি মো. সোহাগের সাথে কথা বললে তিনি জানান, হাসপাতালটির বর্তমান চেয়ারম্যান এবং তিনি এমডি হিসেবে যোগদান করার পর থেকে অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন, সম্পূর্ণ কম্পিউটার সিস্টেমে হাসপাতালের আয় এবং ব্যয়ের স্বচ্ছতার পাশাপাশি, অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে হাসপাতালে চিকিৎসা সেবায় আধুনিকায়ন করেছেন, এবং হাসপাতালের ফার্মেসিকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন, যা হাসপাতালে সকল পরিচালক ও শেয়ারহোল্ডারদের নিকট প্রশংসিত হয়েছে।

তিনি বলেন তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালটিকে একটা নিয়মের মধ্যে নিয়ে এসেছেন, হাসপাতালের মাসিক সভায় আয় ব্যয়ের হিসাবের পাশাপাশি সমস্ত কর্মকাণ্ড একটি জবাবদিহিতার মধ্যে এনেছেন, অতীতে যারা বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে হাসপাতালটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন, তারাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যা কখনোই সফল হবে না।

তিনি আরো জানান, সাইফুল্লাহ মানিক হাসপাতালের পরিচালক সারাফতের স্বাক্ষর জাল করে তার নামে মিথ্যা বানোয়াট অভিযোগের কপি বানিয়ে এর অনুলিপি বিভিন্ন সম্মানীয় ব্যক্তিবর্গের কাছে পাঠিয়ে তার সম্মানহানি করার চেষ্টা চালাচ্ছে।

এব্যাপারে অভিযুক্ত মানিকের মুঠো ফোনে শুক্রবার (৩ মে) দুপুরে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, চাটখিল স্কয়ার হাসপাতালের কাছে তার বিনিয়োগের টাকা পাওনা রয়েছেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চাটখিল স্কয়ার হাসপাতালের এমডি কে প্রাণ নাশের হুমকি

আপডেট সময় : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাটখিল পৌর শহরের স্কয়ার হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) কে প্রাণ নাশের হুমকি, এবং মিথ্যা ও ভূয়া অভিযোগ দিয়ে সম্মানহানী করার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে এমডি মো. সোহাগ বাদী হয়ে গত বৃহস্পতিবার নোয়াখালীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (৭ নং আমলী) আদালতে মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামের দিলাজের বাড়ির মো. সাইফুল্লাহ (মানিক), মো. সোহাগের কাছ থেকে বিভিন্ন হাসপাতালের মালিক, নাম ও সাইনবোর্ড সর্বস্ব বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার দাবি করে ব্যবসায়ীক উদ্দেশ্যে মুনাফার শর্তে ২০১৬ সাল থেকে পর্যায়ক্রমে ৯ লাখ ২৫ হাজার টাকা নিয়েছিলো। পরবর্তীতে সোহাগ কে কোন মুনাফা না দেওয়ায় সোহাগ বারবার মানিকের কাছে মূলধন ফেরত চায়। মানিক মূলধন দিচ্ছি, দিবো বলে কালক্ষেপন করে।

পরবর্তীতে মানিক গত ১৮ এপ্রিল চাটখিল স্কয়ার হাসপাতালে আসলে সোহাগ তার মূলধনের টাকা মুনাফা সহ ফেরত চাইলে মানিক টাকা নেওয়ার কথা অস্বীকার করে সোহাগ কে প্রকাশ্যে হুমকি ধামকি দিয়ে হাসপাতাল ত্যাগ করে। এরপর থেকে মানিক বিভিন্ন ভাবে সোহাগ কে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে এবং সোহাগের নামে ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ ও গুজব রটাচ্ছে।

চাটখিল স্কোয়ার হাসপাতালের এমডি মো. সোহাগের সাথে কথা বললে তিনি জানান, হাসপাতালটির বর্তমান চেয়ারম্যান এবং তিনি এমডি হিসেবে যোগদান করার পর থেকে অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন, সম্পূর্ণ কম্পিউটার সিস্টেমে হাসপাতালের আয় এবং ব্যয়ের স্বচ্ছতার পাশাপাশি, অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে হাসপাতালে চিকিৎসা সেবায় আধুনিকায়ন করেছেন, এবং হাসপাতালের ফার্মেসিকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন, যা হাসপাতালে সকল পরিচালক ও শেয়ারহোল্ডারদের নিকট প্রশংসিত হয়েছে।

তিনি বলেন তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালটিকে একটা নিয়মের মধ্যে নিয়ে এসেছেন, হাসপাতালের মাসিক সভায় আয় ব্যয়ের হিসাবের পাশাপাশি সমস্ত কর্মকাণ্ড একটি জবাবদিহিতার মধ্যে এনেছেন, অতীতে যারা বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে হাসপাতালটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন, তারাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যা কখনোই সফল হবে না।

তিনি আরো জানান, সাইফুল্লাহ মানিক হাসপাতালের পরিচালক সারাফতের স্বাক্ষর জাল করে তার নামে মিথ্যা বানোয়াট অভিযোগের কপি বানিয়ে এর অনুলিপি বিভিন্ন সম্মানীয় ব্যক্তিবর্গের কাছে পাঠিয়ে তার সম্মানহানি করার চেষ্টা চালাচ্ছে।

এব্যাপারে অভিযুক্ত মানিকের মুঠো ফোনে শুক্রবার (৩ মে) দুপুরে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, চাটখিল স্কয়ার হাসপাতালের কাছে তার বিনিয়োগের টাকা পাওনা রয়েছেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন