প্রশাসনের নির্দেশ অমান্য করে
রামগঞ্জে বিলের মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৭:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ৮৯
প্রশাসনের নির্দেশ অমান্য করে দেহলা বিলে মাটি কাটায় আওয়ামীলীগ নেতা দুলাল পাটোয়ারীর ৩লাখ টাকা জরিমানা; মাটি না কাটার শর্তে মুচলেকা আদায় করা হয়েছে।
রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আলোচিত দেহলা বিলের ফসলি জমি থেকে টপসয়েলসহ মাটি কেটে পুকুর খনন করার অভিযোগে ভোলাকোট ইউনিয়নের মাটি ব্যাবসায়ী আওয়ামীলীগ নেতা দুলাল পাটোয়ারীকে ৩লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলাম।
শুক্রবার রাত সাড়ে ১১টায় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমানের উপস্থিতিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. শারমিন ইসলাম। এ সময় মাটি না কাটার শর্তে দুলাল পাটোয়ারী মুচলেকা দিয়ে ছাড়া পান।