সমাজের সকল অপরাধ নির্মুলে
ভালুকার রাজৈ ইউনিয়নে আইনশৃঙ্খলা উন্নয়নে বিট পুলিশিং সভা
- আপডেট সময় : ০১:৪৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ১২৫
মাদক, বাল্যবিবাহ, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সমাজের সকল অপরাধ নির্মুল করে ভালুকার আইনশৃঙ্খলার উন্নয়নের লক্ষে নিয়মিত বিভিন্ন এলাকায় বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা সেমিনার করছে ভালুকা মডেল থানা পুলিশ।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২মে) সন্ধ্যায় উপজেলার রাজৈ ইউনিয়নের ভালুকা -শ্রীপুর- গফরগাঁও তিন থানার সীমান্তবর্তী এলাকা পারুল দিয়া বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) রাজৈ ইউনিয়ন তথা উপজেলার আইন-শৃঙ্খলা উন্নয়ন এবং যেকোন অপরাধ মোকাবেলায় পুলিশকে সহায়তার আহবান জানান। এসময় এলাকাবাসীর অভাবনীয় আন্তরিকতা, সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।
রাজৈ ইউনিয়ন বিট ইনচার্জ এস আই শাহাদত হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমেদ প্রমুখ।
এসময় রাজৈ ইউনিয়নের শতাধিক জনসাধারণ, গ্রাম পুলিশের সদস্য ও সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।