জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ৮৮
মাহমুদ হাসান রনি :
চুয়াডাঙ্গার জীবননগরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন অফিস ও জীবননগর উপজেলা নির্বাচনে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নির্বাচন গ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জীবননগর থানার অফিসার ইনচার্জ জাবীদ হাসানসহ ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ।
ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণে অতিথিরা বলেন, ভোটগ্রহণকারী কর্মকর্তার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং চুয়াডাঙ্গা সদরের দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সকলেই প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মকর্তা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আপনাদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকসহ পুলিশ সদা তৎপর থাকবে।