পাইকগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব তরমুজ চাষি
- আপডেট সময় : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- / ৬৭
আজিজুল ইসলাম :
পাইকগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব তরমুজ চাষি ইউসুফ সানা। পাইকগাছায় চলন্ত গাড়ী থেকে অজ্ঞান পার্টির সদস্যরা ইউসুফ সানা (৬০) নামে এক তরমুজ চাষিকে অজ্ঞান করে তার পকেট থেকে ১লাখ ১২ হাজার টাকা নিয়ে পালিয়েছেন। ইউসুফ সানা কয়রার চৌকুনী গ্রামের বাসিন্দা। তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার বারান্দায় চিকিৎসাধীন আছে।
জানাগেছে, ডুমুরিয়ার ১৮ মাইল থেকে ইউসুফ সানা ১ লাখ ১২ হাজার টাকা নিয়ে খুলনা- পাইকগাছা গামী একটি বাসে উঠেন। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তার সিটের পাশে বসেন। কথা বার্তার এক পর্যায়ে তারা পরস্পর পান-সুপারী লেনদেন করেন। এরই মধ্যে ইউসুফ সানা অজ্ঞান হয়ে পড়লে অজ্ঞান পার্টির সদস্যরা সব টাকা নিয়ে কপিলমুনির মোড়ে দ্রুত নেমে পড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে থানা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছেন।