কয়রায় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ
- আপডেট সময় : ১০:৪২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / ১০০
মোক্তার হোসেন, খুলনা :
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গৃহীত কর্মসূচির আওতায় খুলনার কয়রা উপজেলায় বৃক্ষরোপণ করেছে উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখার নেতাকর্মীদের নিয়ে কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতাকর্মী ও উপজেলা ছাত্রলীগের আওতাধীন কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো.ওয়ালীউল্লাহ আল বেলাল বিল্লু, আমাদী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আবু তালহা সবুজ সহ কয়রা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ। পরে কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো.ওয়ালীউল্লাহ আল বেলাল বিল্লু নেতৃত্বে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় বৃক্ষরোপণ করা হয়।চারা রোপণ শেষে স্থানীয়দের মাঝে ছাত্রলীগ নেতাকর্মীরা ফলজ, বনোজ ও ঔষধি জাতের চারা বিতরণ করেন।