০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীর দুই লাশ উদ্ধার, একটি হত্যাকান্ড বলে গুঞ্জন

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / ৭৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক ঘটনায় দুটি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এর মধ্যে স্বামীর সাথে স্ত্রী এবং অপর ঘটনায় স্ত্রীর সাথে স্বামীর অভিমানের কথা উঠলেও একটি ঘটনাকে হত্যাকান্ড বলে গুঞ্জন তুলেছেন এলাকাবাসি। ঘটনাগুলো ঘটেছে যথাক্রমে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকায় বৃহষ্পতিবার রাতে। এর মধ্যে একটি লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং অপরটি পুলিশকে না জানিয়ে বিনা ময়নাতদন্তে দাফন করে ফেলেছেন স্বজনরা।
অরো জানা যায়, শক্রবার সকালে উপজেলার দাইরাদী গ্রামের সালাউদ্দিনের স্ত্রী হালিমা (২৯) নামে নয় মাসের অন্তসত্তা এক গৃহবধূর লাশ তার বাসার সৌচাগার থেকে উদ্ধার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। তবে হালিমা সৌচাগারে টিনের চালার আটনের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হলেও তা ঝুলন্ত অবস্থায় পায়নি পুলিশ। এলাকায় গুঞ্জন উঠেছে হালিমাকে শ্বাসরোধে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পায়তারা করা হচ্ছে।
অপর দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী গ্রামের মৃত মালেকেওে ছেলে মামুন (৩৫) বুধবার সকালে স্ত্রীর সাথে অভিমান করে বিষ পান করে অসুস্থ হয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরে আসেন। কিন্তু বৃহষ্পতিবার রাতে আবার তিনি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে বাড়ীতেই মৃত্যু বরণ করেন। তার লাশ পুলিশকে না জানিয়ে তরিঘরি করে দাফন করে ফেলেছেন স্বজনরা। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, বিষয়টি পুলিশের অবগত নাই।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিৎ হওয়া যাবে। আপাতত একটি ইউডি মামলা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সালাউদ্দিন পলাতক রয়েছেন বলে একাধিক সূত্র জানায়।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীর দুই লাশ উদ্ধার, একটি হত্যাকান্ড বলে গুঞ্জন

আপডেট সময় : ১০:৫১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক ঘটনায় দুটি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এর মধ্যে স্বামীর সাথে স্ত্রী এবং অপর ঘটনায় স্ত্রীর সাথে স্বামীর অভিমানের কথা উঠলেও একটি ঘটনাকে হত্যাকান্ড বলে গুঞ্জন তুলেছেন এলাকাবাসি। ঘটনাগুলো ঘটেছে যথাক্রমে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকায় বৃহষ্পতিবার রাতে। এর মধ্যে একটি লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং অপরটি পুলিশকে না জানিয়ে বিনা ময়নাতদন্তে দাফন করে ফেলেছেন স্বজনরা।
অরো জানা যায়, শক্রবার সকালে উপজেলার দাইরাদী গ্রামের সালাউদ্দিনের স্ত্রী হালিমা (২৯) নামে নয় মাসের অন্তসত্তা এক গৃহবধূর লাশ তার বাসার সৌচাগার থেকে উদ্ধার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। তবে হালিমা সৌচাগারে টিনের চালার আটনের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হলেও তা ঝুলন্ত অবস্থায় পায়নি পুলিশ। এলাকায় গুঞ্জন উঠেছে হালিমাকে শ্বাসরোধে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পায়তারা করা হচ্ছে।
অপর দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী গ্রামের মৃত মালেকেওে ছেলে মামুন (৩৫) বুধবার সকালে স্ত্রীর সাথে অভিমান করে বিষ পান করে অসুস্থ হয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরে আসেন। কিন্তু বৃহষ্পতিবার রাতে আবার তিনি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে বাড়ীতেই মৃত্যু বরণ করেন। তার লাশ পুলিশকে না জানিয়ে তরিঘরি করে দাফন করে ফেলেছেন স্বজনরা। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, বিষয়টি পুলিশের অবগত নাই।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিৎ হওয়া যাবে। আপাতত একটি ইউডি মামলা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সালাউদ্দিন পলাতক রয়েছেন বলে একাধিক সূত্র জানায়।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন