০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় স্বামী স্ত্রী দম্পতি হত্যা মামলার রায়ে ৩ জনের মৃত্যুদন্ড

মাহমুদ হাসান রনি :
  • আপডেট সময় : ০৮:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • / ৯৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাহমুদ হাসান রনি :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বামী স্ত্রী দম্পতি হত্যা মামলার রায়ে ৩ জনের মৃত্যু দন্ডসহ একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া একজনকে দু’বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
মঙ্গলবার, ২ এপ্রিল বেলা ১২ টায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মাসুদ আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের পুরাতন বাজার এলাকার বৃদ্ধ নজির মিয়া (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুনকে (৬০) হত্যার দায়ে তিনজন আসামি আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের বজলুর রহমানের ছেলে সাহাবুল হক (২৬) একই গ্রামের পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন (২৭) ও মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ আলী (২৫)র উপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া একজনকে দু’বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন জানান, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে এই জোড়া খুনের ঘটনা ঘটে। নিহত দম্পতির একমাত্র সন্তান ডালিয়ারা পারভীন শিলা বাদী হয়ে পরদিন অজ্ঞাত পরিচয় আসামিদের নামে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।আলমডাঙ্গা থানা পুলিশ চাঞ্চল্যকর এই মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৮ সেপ্টেম্বর ৪ জনকে গ্রেফতার করেন।
তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) একরামুল হক ২০২৩ সালের ৩১ জানুয়ারি আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত এই মামলার ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চুয়াডাঙ্গায় স্বামী স্ত্রী দম্পতি হত্যা মামলার রায়ে ৩ জনের মৃত্যুদন্ড

আপডেট সময় : ০৮:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাহমুদ হাসান রনি :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বামী স্ত্রী দম্পতি হত্যা মামলার রায়ে ৩ জনের মৃত্যু দন্ডসহ একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া একজনকে দু’বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
মঙ্গলবার, ২ এপ্রিল বেলা ১২ টায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মাসুদ আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের পুরাতন বাজার এলাকার বৃদ্ধ নজির মিয়া (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুনকে (৬০) হত্যার দায়ে তিনজন আসামি আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের বজলুর রহমানের ছেলে সাহাবুল হক (২৬) একই গ্রামের পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন (২৭) ও মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ আলী (২৫)র উপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া একজনকে দু’বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন জানান, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে এই জোড়া খুনের ঘটনা ঘটে। নিহত দম্পতির একমাত্র সন্তান ডালিয়ারা পারভীন শিলা বাদী হয়ে পরদিন অজ্ঞাত পরিচয় আসামিদের নামে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।আলমডাঙ্গা থানা পুলিশ চাঞ্চল্যকর এই মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৮ সেপ্টেম্বর ৪ জনকে গ্রেফতার করেন।
তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) একরামুল হক ২০২৩ সালের ৩১ জানুয়ারি আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত এই মামলার ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন