ঢাবির খ ইউনিটের মেধা তালিকায় আব্দুল্লাহ মুহাম্মদ
- আপডেট সময় : ১২:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ১১৭
খুলনা সংবাদদাতা :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছে খুলনার পাইকগাছার তরুণ উদীয়মান হাফেজ গাজী আব্দুল্লাহ মুহাম্মদ।
বৃহস্পতিবার, ২৮ মার্চ বাংলাদেশের ঐতিহ্যবাহী এ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১ লাখ ৩০ হাজার অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে গাজী আব্দুল্লাহ মুহাম্মদ খ ইউনিটের মেধা তালিকায় ৭৪১ তম কৃতিত্ব স্থান অর্জন করেছে। গাজী আব্দুল্লাহ খুলনা জেলার পাইকগাছা উপজেলা সদরের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজী ও আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের সনোলোজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ জিনাত গুলশান এর ছেলে। মেধাবী আব্দুল্লাহ টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ লাভ করে। সে ৫ম, ৮ম ও দাখিল পরীক্ষায় স্কলারশিপ লাভ করে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় অনেক খ্যাতি রয়েছে কৃতি এ শিক্ষার্থীর। সে ২০১৭ সালে এনটিভির পিএইচপি কুরআন প্রতিযোগিতায় একাদশ তম, ২০১৮ সালে বাংলাভিশনের কুরআন প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে। একই বছর সে জর্ডানে অনুর্ধ -১৭ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১ম স্থান অধিকার করে। তার এ সাফল্যে গর্বিত তার পিতা-মাতা। ভবিষ্যতে বিদেশ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে একজন যোগ্য সুনাগরিক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চায় তরুণ উদীয়মান মেধাবী শিক্ষার্থী গাজী আব্দুল্লাহ মুহাম্মদ।