ময়মনসিংহে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮
- আপডেট সময় : ০৮:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
- / ৬৯
আরিফ রববানী,ময়মনসিংহ:
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক,চুরি-ডাকাতি, ছিনতাই প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে চলমান মামলা সমুহ অল্প সময়ের নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ৮জনকে গ্রেফতার করেছে। এর মাঝে এসআই জহিরুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় দিগারকান্দা থেকে মাদক মামলার আসামী ভালুকার মোঃ তাইজ উদ্দিনকে ৫২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়েছে। এসআই মাসুদ জামালী সংগীয় অফিসারের টাউন হল মোড় অন্যান্য মামলার আসামী মোঃ শাকিল মিয়া, এসআই আসাদুজ্জামান সংগীয় অফিসারের সহায়তায় শম্ভুগঞ্জ ট্রাফিক মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ বাদল মিস্ত্রীকে গ্রেফতার করা হয়। এ ছাড়া এসআই নিরুপম নাগ, এএসআই রফিকুল ইসলাম, নূর ইসলাম, হযরত আলী, সোহরাব হোসেন পৃথক অভিযান পরিচালনা আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত ৫ পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, গলগন্ডা কাশরের সজিব মিয়া, চামড়া গুদাম ক্যাডেট কলেজ এলাকার রুমান, ভাটি বাড়েরার মাহফুজুর রহমান সরকার, বৈঠামারী রোররচরের মোঃ রুহুল আমিন বাবু ও আকুয়া উলঙ্গপাড়ার মোছাঃ রিজিয়া খাতুন। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।