কয়রায় স্বাধীনতা দিবস উদযাপন
- আপডেট সময় : ০৭:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ২২১
খুলনা, সংবাদদাতা :
কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯ টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)বি. এম. তারিক- উজ- জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু কমলেশ কুমার সানা,সাবেক কমান্ডার কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড: কেরামত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, কয়রা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব জি এম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক বাবু নিশিত রঞ্জন মিস্ত্রী প্রমুখ।