ঝিকরগাছায় প্রতিবন্ধী পরিবারের মাঝে জেডিও সংগঠনের ছাগল বিতরণ
- আপডেট সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ৩৫৪
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় ১৮জন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকদের মাঝে জেডিও সংগঠনের ৩৬টি ছাগল বিতরণ করা হয়েছে।
রবিবার, ২৪ মার্চ বিকেলে পৌরসদরের কীর্তিপুরে জেডিও সংগঠনের প্রধান কার্যালয়ে ঝিকরগাছা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জেডিও) সংগঠনের বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ছাগল বিতরণের আয়োজনে জেডিও সংগঠনের সভাপতি অধ্যাপক মো. বাবলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব মো. আরব আলী, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ আব্দুর রহমান শেখ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিকরগাছা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জেডিও) সংগঠনের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান মনির।
—