গৌরনদীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৪:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
- / ৭৫
গৌরনদী সংবাদদাতা:
বরিশালের গৌরনদী পৌরসভার বড় কসবার মহল্লায় পারিবারিক কলোহের জের ধরে সোমবার সকালে স্কুল ছাত্রী বষার্ আক্তার (১৪) গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছে। সে ওই এলাকার ভ্যান চালক সাইদুল মালোর কণ্যা এবং গৌরনদী গার্লস স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।এলাকাবাসী জানায়, অভারের সংসারে সম্প্রতি বর্ষাকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া ইমাম হোসেন রনি সাথে বর্ষার অমতে বাল্য বিবাহ দেয়। গত দুই মাস পূর্বে স্বামীর সাথে অভিমান করে পিতার বাড়ি চলে আসে। এ নিয়ে পিতা-মাতার সাথে সোমবার সকালে কথার কাটাকাটি হয়। পিতা ভ্যান চালতে গেলে ও মা ন্যায্য মূল্যের চাল ক্রয় করতে গেলে ফাঁকা ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্ম হত্যা করে।গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, লাশের সুরাত হাল শেষে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় নিহত বর্ষার চাচা শাহীন মালো বাদি হয়ে অপমৃত্যর মামলা দায়ের করেছেন।