পাইকগাছায় বাগদা চিংড়ি চাষের উপর কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ৮০
আজিজুল ইসলাম :
পাইকগাছায় বাগদা চিংড়ি চাষের উপর ৩দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের ১ম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিস কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপ-প্রকল্প পরিচালক সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্প (খুলনা) সরোজ কুমার মিস্ত্রি, বটিয়াঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (SAD হিসাবে সদ্য পদন্নোতি প্রাপ্ত) মো. মনিরুল মামুন।
পাইকগাছা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রকল্প পরিচালক সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ মোঃ আব্দুল্লাহ আল-মামুন,মেরিন ফিসারিজ অফিসার ( সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ মোঃ কাওসার হোসেন আকন। প্রেসক্লাব পাইকগাছা এর সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।
এদিকে ৩ দিনব্যাপী আয়োজিত কর্মশালার ১ম দিনে পাইকগাছার লতা ইউনিয়নের আসাননগর থেকে বাগদা চিংড়ি চাষী ক্লাস্টার-১ এর ২৫ জন নারী-পুরুষ প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।