১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় বিলে মাছকে কেন্দ্র করে আ’লীগের দু’ গ্রুপের সংঘর্ষ,থানায় পৃথক দু’টি মামলা

মাহমুদ হাসান রনি :
  • আপডেট সময় : ০৯:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • / ৯০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাহমুদ হাসান রনি :

চুয়াডাঙ্গায় বিলে মরা মাছের দুর্গন্ধ ছড়ানোর প্রতিবাদ করাকে কেন্দ্র করে সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী মারামারি হয়েছে। এতে মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ উভয়পক্ষের ৩ জন ধারাল অস্ত্র ও লাঠিসোটার আঘাতে মারাত্মক জখম হয়েছে।
সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর থানায় চুয়াডাঙ্গা সদরের গাইটঘাটে ‘কমলার দোহা’ বিলের মরা মাছের দুর্গন্ধ ছড়ানো কে কেন্দ্র করে সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী মারামারির পৃথক দুটি মামলা হয়েছে।
উল্লেখ্য রবিবার রাত সাড়ে ৮ টার দিকে গাইটঘাট গ্রামের কমলার দোহা পাড়ায় সংঘর্ষে সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইটঘাট গ্রামের ইলাহি বক্সের দুই ছেলে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৫০) ও মিকাইল ইসলাম (৪০)ও অপর পক্ষের একই গ্রামের মোস্তাফার ছেলে জালাল উদ্দিন (৩০)জখম হয়।
আহত রফিকুল ইসলাম বলেন, কমলার দোহা বিলে আমার ভাই মতিয়ারের ২০ শতাংশ মালিকানা রয়েছে। সম্প্রতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিজয়ী চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা তার কর্মী পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের জাফরকে দিয়ে আমার ভাইসহ বিলের অন্যান্য পার্টনারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। এরই জের ধরে ঘটনা দিন রাত সাড়ে ৮টার দিকে জাফর, গাইটঘাট গ্রামের জালাল, নুরুল ও রাসেল ধারাল অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের ওপর অর্তকিত হামলা চালায়। আমাকে আমার হাতে ও বুকে ধারাল অস্ত্রের আঘাতে জখম করে। তারা আমার ভাইকেও মারধর করে।
মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আরশাদ উদ্দীন চন্দন অভিযোগ করে বলেন, ‘কমলার দোহা বিলে মাছ নিয়ে বিজয়ী চেয়ারম্যান বিশ্বজিৎ সাহার উস্কানিতে আমার কর্মীদের উপর হামলা হয়েছে। একজনের মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। বিজয়ী চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা বলেন, ‘ঘটনার পরই আহতদের খোঁজখবর নিতে সদর হাসপাতালে ছুটে গিয়েছি। মূলত দুদিন আগে কমলা দোহা বিলে মারা যাওয়া মাছ পচে এলাকায় দুর্গন্ধ ছড়াতে থাকে। এ নিয়ে আমার কর্মী জাফর উচ্চস্বরে তাদেরকে মাছগুলো সরাতে বললে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই জাফরের বিরুদ্ধে পুলিশের কাছে মোবাইলে অভিযোগ করেন তারা। সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মাছগুলো বিল থেকে সরানোর জন্য বলে। এরই জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমার কর্মী জালালকে মারধর ও ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলি বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি কমলার দোহার বিলে মরা মাছ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। দুই পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে, মামলা হয়েছে। পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানাবো যাবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চুয়াডাঙ্গায় বিলে মাছকে কেন্দ্র করে আ’লীগের দু’ গ্রুপের সংঘর্ষ,থানায় পৃথক দু’টি মামলা

আপডেট সময় : ০৯:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাহমুদ হাসান রনি :

চুয়াডাঙ্গায় বিলে মরা মাছের দুর্গন্ধ ছড়ানোর প্রতিবাদ করাকে কেন্দ্র করে সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী মারামারি হয়েছে। এতে মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ উভয়পক্ষের ৩ জন ধারাল অস্ত্র ও লাঠিসোটার আঘাতে মারাত্মক জখম হয়েছে।
সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর থানায় চুয়াডাঙ্গা সদরের গাইটঘাটে ‘কমলার দোহা’ বিলের মরা মাছের দুর্গন্ধ ছড়ানো কে কেন্দ্র করে সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী মারামারির পৃথক দুটি মামলা হয়েছে।
উল্লেখ্য রবিবার রাত সাড়ে ৮ টার দিকে গাইটঘাট গ্রামের কমলার দোহা পাড়ায় সংঘর্ষে সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইটঘাট গ্রামের ইলাহি বক্সের দুই ছেলে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৫০) ও মিকাইল ইসলাম (৪০)ও অপর পক্ষের একই গ্রামের মোস্তাফার ছেলে জালাল উদ্দিন (৩০)জখম হয়।
আহত রফিকুল ইসলাম বলেন, কমলার দোহা বিলে আমার ভাই মতিয়ারের ২০ শতাংশ মালিকানা রয়েছে। সম্প্রতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিজয়ী চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা তার কর্মী পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের জাফরকে দিয়ে আমার ভাইসহ বিলের অন্যান্য পার্টনারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। এরই জের ধরে ঘটনা দিন রাত সাড়ে ৮টার দিকে জাফর, গাইটঘাট গ্রামের জালাল, নুরুল ও রাসেল ধারাল অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের ওপর অর্তকিত হামলা চালায়। আমাকে আমার হাতে ও বুকে ধারাল অস্ত্রের আঘাতে জখম করে। তারা আমার ভাইকেও মারধর করে।
মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আরশাদ উদ্দীন চন্দন অভিযোগ করে বলেন, ‘কমলার দোহা বিলে মাছ নিয়ে বিজয়ী চেয়ারম্যান বিশ্বজিৎ সাহার উস্কানিতে আমার কর্মীদের উপর হামলা হয়েছে। একজনের মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। বিজয়ী চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা বলেন, ‘ঘটনার পরই আহতদের খোঁজখবর নিতে সদর হাসপাতালে ছুটে গিয়েছি। মূলত দুদিন আগে কমলা দোহা বিলে মারা যাওয়া মাছ পচে এলাকায় দুর্গন্ধ ছড়াতে থাকে। এ নিয়ে আমার কর্মী জাফর উচ্চস্বরে তাদেরকে মাছগুলো সরাতে বললে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই জাফরের বিরুদ্ধে পুলিশের কাছে মোবাইলে অভিযোগ করেন তারা। সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মাছগুলো বিল থেকে সরানোর জন্য বলে। এরই জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমার কর্মী জালালকে মারধর ও ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলি বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি কমলার দোহার বিলে মরা মাছ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। দুই পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে, মামলা হয়েছে। পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানাবো যাবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন