মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিনে আশ্রায়ণ প্রকল্পের ৮০ পরিবার পেলেন ইফতার সামগ্রী
- আপডেট সময় : ০৯:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১২০
এনায়েত করিম রাজিব :
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আশ্রায়ণ প্রকল্পের ৮০টি পরিবার পেলেন ইফতার সামগ্রী। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার সামগ্রী বিতরণ। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে না না কর্মসূচি পালিত।
আজ রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলার পৌরপার্কে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ, এম বদিউজ্জামান সোহাগ।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি শফিকুর রহমান লাল, সাবেক অধ্যক্ষ শাহবুদ্দিন তালুকদার, থানা অফিসার ইনচার্জ মো. সামসুদ্দীন।
অন্যান্যর মধ্যে আলোচনা করেন, আওয়ামী লীগ নেতা এইচ এম মাহমুদ আলী, শেখ হারুন-অর রশিদ, অহিদুজ্জামান মনা, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান, ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, মো. হুমায়ুন কবির মোল্লা, মো. সাইফুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী আজমিন নাহার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইলিয়াস হোসেন দুলাল, শ্রমিক লীগ নেতা মো. জালাল উদ্দিন তালুকদার, কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা মো. নুরুন্নবী পরাগসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরত কামনা করে দোয়া মোনাজাত ও তাবারক বিতারণ করা হয়।
পরে প্রধান অতিথি সংসদ সদস্য এইচ, এম বদিউজ্জামান সোহাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সারা দেশে পবিত্র রামজান মাসে আশ্রায়ন প্রকল্পগুলোতে ইফতার সামগ্রী বিতারণের অংশ হিসেবে মোরেলগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ী আশ্রায়ন প্রকল্পের ৮০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতারণ করেন।
অপরদিকে দিবসটি উপলক্ষে একই দিন সকালে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ, প্রশাসন, মোরেলগঞ্জ থানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণসহ নানা কর্মসূচি পালন করেছেন।