শারীরিক প্রতিবন্ধী নাহিম’র সন্ধান চায় পরিবার
- আপডেট সময় : ০৪:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ৯৭
মোজাম্মেল হক :
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন নোয়াগাও ইউনিয়নের আশারকোটা সর্দার বাড়ির ইসমাইল হোসেনের শারীরিক প্রতিবন্ধী ছেলে নাহিম (১৮) এর সন্ধান চায় তার পরিবার। নাহিম চলতি বছরের ২৭ জানুয়ারী নিখোঁজ হওয়ার পর তার পরিবার রামগঞ্জ থানায় জিডি করলেও আজও নাহিমের কোন সন্ধান পাওয়া যায়নি।
নাহিমের মা নাজমা বেগম শনিবার (১৬ মার্চ) চাটখিল প্রেস ক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের জানান, তার ছেলে শারীরিক প্রতিবন্ধী, গায়ের রং কালো। উচ্চতা অনুমানিক ৫ফুট, শারীরিক গঠন হালকা-পাতলা। নিখোঁজ হওয়ার আগে তার পড়নে একটি শার্ট ও জিন্সের প্যান্ট পরিহিত ছিল।
সন্তান হারা মা ছেলের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। যদি কোন সহৃদয়বান ব্যক্তি নাহিমের সন্ধান পায় তবে নিকটস্থ থানায় যোগাযোগ করতে কিংবা তার মায়ের (+৮৮০১৮৬৪৪০৯৩২১) মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।