পূবাইলে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
- আপডেট সময় : ০৮:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ২০০
রবিউল আলম, গাজীপুর :
গাজীপুর মহানগরীর পূবাইলে মাজুখান এলাকায় ট্রেনের ধাক্কায় মোসাঃ লাইলী খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬মার্চ) সকাল ১১টার দিকে পূবাইল থানাধীন মাজুখান করমতলা দক্ষিণ পাড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহত মোসা.লাইলী খাতুন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বওড়া গ্রামের মো.সাইফুল ইসলামের স্ত্রী বর্তমানে করমতলা এলাকার আবু হানিফ এর বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত লাইলী খাতুন মাঝুখান বাজার হইতে কাঁচা বাজার করে রেল লাইনের পাশ দিয়ে হেটে করমতলা দক্ষিণ পাড়া ভাড়াবাসায় যাওয়ার সময় টঙ্গী হইতে নরসিংদী অজ্ঞাত ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
নরসিংদী রেলওয়ে ফাড়ির ইনচার্জ মো. নাজিউর ইসলাম জানান, ঘটনা শুনেছি খোঁজখবর নিয়ে ব্যাবস্থা নেয়া হবে।