লক্ষ্মীপুর জেলা জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
- আপডেট সময় : ১০:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১২৪
ইসমাইল খান টিটু :
জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ -বি- ১৯০২- বিসিএ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মোঃ সামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ সোহেল নির্বাচিত হওয়ায়, অভিনন্দন জানিয়েছেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য, সৌদি আরব তাবুক শাখা বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুছা কলিম উল্লাহ লিটন।
মুছা কলিম উল্লাহ লিটন তার শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার মোবারকবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন আমি আশা করি বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আদর্শ লালন করে এবং জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর দিকনির্দেশনায়, নবনির্বাচিত সভাপতি সামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ সোহেল লক্ষ্মীপুর জেলা জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগকে সুসংগঠিত সংগঠন গড়ে তুলবে।
পরিশেষে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য মুছা কলিম উল্লাহ লিটন উপজেলা বাসীকে স্বাধীনতা দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।