ডা. এম এ ওয়াহাব খানের মাহে রমজানের শুভেচ্ছা
- আপডেট সময় : ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১০৫
ইসমাইল খান টিটু :
বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য,লিটন -নিলয় গ্রুপের সিইও ডা.এম ওয়াহাব খান শুভেচ্ছা বার্তায় বলেন,
আবারো আমাদের মাঝে পবিত্র মাহে রমজান মাস চলে আসলো। এই দিনতা শুরু হোক সুন্দর ভাবে। সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা, যদি কর পাপ চেয়ে নাও মাফ। এসো নিয়ত করি, আজ থেকে সবাই ৫ ওয়াক্ত নামাজ পরি। রমাজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না,,, কারণ রমজান আসেই পরিবর্তন এর জন্য।
হে আল্লাহ,,,! রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।
সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা।
হে রাব্বুল আলামি,,, রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াতকে সুদীর্ঘ করে দিন।
পরিশেষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য ডা. এম এ ওয়াহাব খান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফের কামনায় দেশবাসী ও সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন।